দেহে করোনার সংক্রমণ ছিল কিনা জানা যাবে অ্যান্টিবডি পরীক্ষায়!

একজন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল কি না, তা জানা যাবে তার অ্যান্টিবডি পরীক্ষায়।

তবে সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তির আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে কি-না তা এই পরীক্ষায় নির্ণয় করা সম্ভব নয় বলে গত শুক্রবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির সংক্রামক রোগ ও প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়া রোগ বিভাগের প্রধান ড. মারিয়া ভন কারখোভ বলেন, এসব অ্যান্টিবডি পরীক্ষায় শুধু একজন ব্যক্তির শরীরে করোনার সংক্রমণের পর তা মোকাবেলায় তৈরি হওয়া অ্যান্টিবডির উপস্থিতি জানা যাবে।

তবে কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ঘটাতে পারবে কি না কিংবা সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তির আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে কি না, তা এই পরীক্ষায় জানা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনার সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৩২ হাজারেও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: সিএনবিসি।