যশোরে অসহায় মানুষের মধ্যে পূজা পরিষদের খাদ্য সামগ্রী প্রদান

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহরের কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া পূজা মন্দির চত্বরে অসহায় মানুষের মধ্যে ১শ’২৫ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যুবনেতা শহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি ও সুরধুনী সংগীত একাডেমীর সভাপতি হারুন-অর-রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, পুনশ্চ-এর প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাস, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক রায়, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মৃনাল কান্তি দে, নির্বাহী সদস্য মঙ্গল দাস, সদস্য সুকুমার চক্রবর্তী, দপ্তর সম্পাদক শান্তুনু আচার্য লিটন, সদস্য বাবলু কাপুড়িয়া, শ্যামল পাল প্রমুখ।