বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ৫০০ পিস ইয়াবাসহ হাফিজা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত্রে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

হাফিজা বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে মাদক ব্যবসায় জড়িত নারানপুর গ্রামের শহিদের ছেলে সেলিমের নামেও মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী হাফিজার নামে মামলা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।