যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন। সে উপজেলার ষাঠখালী গ্রামের হায়দার মোল্যার ছেলে রাজু (২৫)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্থানীয় চাড়াভিটা বাজারে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের পেশকার সিধু বিশ্বাস জানিয়েছেন, সোমবার দুপুরে চাড়াভিটা বাজারে রাজু গাজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।