খাদ্য সহায়তা না পেয়ে যশোরে ফের বিক্ষোভ

খাদ্য সহায়তা না পেয়ে যশোরে ফের বিক্ষোভ করেছে কর্মহীন ২ শতাধিক দরিদ্র নারী-পুরুষরা।

বুধবার (২২ এপ্রিল) সন্ধায় যশোর শহরের খড়কি হাজাম পাড়া ও খোলাডাঙা এলাকার লোকজন যশোর শহরের চাঁচড়া পালবাড়ি মহাসড়কের খড়কি হাজামপাড়া রেলক্রচিং এলাকায় মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। প্রশাসনের আশ্বাসে এক ঘন্টায় তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয়রা জানান, যশোর শহরের খড়কি হাজাম পাড়া ও খোলাডাঙা এলাকার কর্মহীনরা স্থানিয় কমিশনার ও ইউপি মেম্বার এবং প্রশাসনেন জীবন বাঁচাতে সাহায্য চেয়েও পাননি। ফলে বুধবার সন্ধায় যশোর শহরের চাঁচড়া পালবাড়ি মহাসড়ক অবরোধ করতে থাকে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিষ্টেট আইরিন সুলতানা, সেনা ও পুলিশ সদস্যদের সহয়তায় সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন খাবারের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দেয়৷

মাইকিং করে সকলকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটায় দুই এলাকার কিছু লোককে নিয়ে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দেয়ার পর তারা সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।