করোনা: শিশুদের মধ্যে এবার দুর্লভ উপসর্গ

coronavirus

যুক্তরাজ্যে শিশুদের মধ্যে এখন এমন কিছু নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা এই ভাইরাসের সংক্রমণের সঙ্গে সম্পৃক্ত। এমন দুর্লভ উপসর্গকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে তার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন।

সংশ্লিষ্ট জায়গাগুলোতে এরই মধ্যে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাসবাহিত জ্বরে অন্যান্য সময় যে ধরনের উপসর্গ দেখা যায়; এবার সেটাও রয়েছে, তবে এর সঙ্গে যোগ হয়েছে শরীরের বিভিন্ন স্থানে যন্ত্রণা।

এই উপসর্গ দেখা দেওয়া সব শিশুই যে করোনায় আক্রান্ত হচ্ছেন তাও না। কারো কারো শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ছে, কারো আবার পড়ছে না।

লন্ডনের ক্লিনিক্যাল কমিশনিং গ্রুপের নির্দেশে বলা হয়েছে, এমন অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য কমিশনের শিশু ও যুব বিষয়ক বিভাগের পরিচালক অধ্যাপাক সাইমন কেনি এ পরিস্থিতিতে উদ্বিগ্ন না হয়ে চিকিৎসক বা কমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।