কুষ্টিয়ায় আরও ১৭ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসার, কুমারখালী উপজেলার নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের ৪ জন সদস্য, ঢাকা ফেরত এক তরুণী, খোকসা উপজেলার স্বামী-স্ত্রী ও তাদের ৩ সন্তান এবং দৌলতপুর উপজেলার ৩ জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন করে করোনায় আক্রান্তদের নমুনা গত ২৬ এপ্রিল সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ জন।

তিনি আরও জানান, কুষ্টিয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা ৩ হাজার ৫৩ জনকে সঙ্গরোধে রাখা হয়েছে।