বাগেরহাটে কৃষকের ধান কেটে দিচ্ছে বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

বাগেরহাটে কৃষকের ধান কেটে দিচ্ছে বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন এর ফলে ধানকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে এ অবস্থায় কৃষকের পাকা ধান যাতে নষ্ট না হয়ে যায় তাই জেলার বিভিন্ন স্থানে ছাত্রলীগ ধান কাটার উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বুধবার সকালে বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা সদর উপজেলার আতাইকাঠী গ্রামের কৃষক ওহিদুল ইসলামের জমির ধান কেটে দেয়। এ সময় নেতা-কর্মীরা ২৭ কাঠা জমির ধান কাটে।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেয় বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমাম হাসান জেলাল, যুগ্ন-আহবায়ক মোল্লা মোহন, কলেজ ছাত্রলীগের সদস্য মোঃ জোবায়ের হোসেন, মুন্না হোসেন, লিমন শেখ, আমজাদ হোসেন, শেখ মুকুল, শামীম হাসান, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রাজিবুল ইসলাম, সৈকত হোসেনসহ ৩২ জন নেতাকর্মী।

ছাত্রলীগের সহায়তায় সময়মতো ধান কাটতে পেরে কৃষকরা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবছর ধান কাটার শ্রমিক পাওয়া যায়নি। কিন্তু ক্ষেতের সব ধান পেকে গেছে, এ অবস্থায় ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলাম। কিন্তু বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্রলীগ নেতারা ধান কেটে সহায়তা করেছে। এজন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

ছাত্রলীগ নেতা ইমাম হাসান জেলাল বলেন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় মহোদয়ের নির্দেশে জেলা ও উপজেলা ছাত্রলীগ ধানকাটার উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও এর অংশ হিসেবে কৃষকের ধান কেটে দিচ্ছি।

কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ জোবায়ের হোসেন বলেন, আমরা হট লাইন নাম্বার চালু করেছি এখানে তিনটি নাম্বার আছে ০১৯২৪২২৬২২৭, ০১৬১৭৪৪৪২৮৪, ০১৯১২১০৮৫১৯। এখানে যে কোন কৃষক ফোন দিলে আমরা তাদের জমির ধান কেটে দিচ্ছি এবং চলমান পরিস্থিতি যতদিন থাকবে ততদিন আমরা কৃষকের পাশে থাকবো।