যশোরে মদপানে আরো একজনের মৃত্যু

Jessore map

যশোরে বিষাক্ত মদপানে বাবলু (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিকে দাফন করার সময় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। রোববার সকালে যশোর সদর উপজেলার মুড়লি খা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই এলাকার ফকির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবলু শনিবার রাতে মদপান করে। রোববার ভোরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরিবারের স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। তার স্বজনরা মিথ্য তথ্য দিয়ে শ্বাষকষ্টের সমস্যা আছে বলে জানালে ডাক্তার তাকে হাসপাতালের করোনারী ইউনিটে পাঠান এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা করার আগেই ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় রাজনৈতিকবিদরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গোসল করার পর দাফন করার ব্যবস্থা নেয়। এসময় যশোর কোতয়ালি থানার উপ পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান দাফনে বাধা দিয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসআই মনিরুজ্জামান জানান, বিষাক্ত মদপানে বাবলুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে যশোরে গত কয়েকদিনে বিষাক্ত মদ পানে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।