ইরফান খানের জন্য বদলে গেল গ্রামের নাম

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের নাম লগতপুরী। গ্রামে কোনো সিনেমা হল নেই। কিন্তু গ্রামবাসী ৩০ কিলোমিটার দূরে যান শুধু ইরফান খানের ছবি দেখবেন বলে।

কেন? কারণ ইরফান তাদের কাছে পর্দার হিরো নন, রিয়্যাল লাইফ হিরো। তার কাছে এই গ্রামের মানুষদের অনেক ঋণ।

লগতপুরী গ্রামের শতাধিক ছাত্রছাত্রীর পরিবারই কৃতজ্ঞ ইরফানের কাছে। বহু বহু গরিব পরিবারকে নানাভাবে উপকার করেছেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের দিকে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

তার এই অবদানের কথা মাথায় রেখে নিজেদের গ্রামের নাম বদলে দিলো গ্রামবাসী। জানা গেছে, ইরফানের স্মৃতিতে লগতপুর গ্রামের নাম হতে চলেছি হিরো-চি-ওয়াদি। মারাঠি ভাষায় হিরো-চি-ওয়াদি মানে হিরোর প্রতিবেশী।

গ্রামটির এক নেতা জানান, ‘যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। স্কুলের পরিকাঠামোর উন্নতিসাধনে সাহায্য করেছন। শিক্ষার্থীদের দের বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমরা আজীবনের মতো গ্রামের নাম বদলে দিয়ে।’