
যশোর অঞ্চলের ১০টি জেলার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের খুঁজে খুঁজে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা যশোর এবং চুয়াডাঙ্গা জেলার অসহায়, দরিদ্র এবং মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, আটা, সুজি, তেল, লবণ এবং বিস্কুট দেওয়া হয় প্রতিটি প্যাকেটে। যশোর এবং চুয়াডাঙ্গা জেলার প্রায় শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে এই ত্রাণ সহায়তা প্রদান করেন তারা।
সেনা কর্মকর্তারা জানান, দেশের ক্রান্তিকালে বরাবরের মতো করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে রয়েছে। তারই অংশ হিসেবে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে মেডিকেল টিম কর্তৃক অসহায় মানুষদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় এবং দুস্থ কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার শস্য/সবজি বীজ বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
