৩ মাস পর এফডিসিতে ‘বিক্ষোভ’

করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস কোনো শুটিং হয়নি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। দীর্ঘ বিরতির পর দাপ্তরিক কাজের পাশাপাশি শুটিংয়ের জন্য এফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার থেকে শুরু হলো শুটিং।

সোমবার সকাল থেকে এফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেন পরিচালক শামীম আহমেদ রনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং বাবি ছিল, সেগুলো শেষ করতেই করোনার মধ্যে শুটিং করার উদ্যোগ নেন প্রযোজক।

প্রযোজক সেলিম খান বলেন, ‘বিক্ষোভ সিনেমার কিছু দৃশ্যের শুটিং বাকি। অনুমতি পেয়েই শুটিং শুটিং করছি। আশা করছি মঙ্গলবারের মধ্যেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।’

প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়ার মালিক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি খান। বাংলাদেশের সড়ক আন্দোলন নিয়ে নির্মাণ হচ্ছে ‘বিক্ষোভ’ সিনেমা। এতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।