মাগুরায় আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত

covid 19 coronavirus

মাগুরায় নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা শনাক্তের বিষয়টি জানা যায়। এ নিয়ে জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ৪৫ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারা মাগুরা সদরের পিটিআই পাড়া, ধলহারা ও আদর্শ কলেজ পাড়ার বাসিন্দা। তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে জেলায় শনাক্ত ৪৪ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। মৃত্যু হয়েছে দুইজনের।