যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় নতুন করে আরো ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৭০টি নমুনা পরীক্ষা করে ৩৯টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে যশোরে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরে নতুন ১৪ জনের এবং পুরাতন রোগী ২জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া মাগুরার ২ জন, নড়াইলের ৪ জন ও বাগেরহাটের ১৭ জনের করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ল্যাবটিতে যশোরের ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের, নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের, মাগুরার ১৮ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের ও বাগেরহাটের ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম।
যশোরে নতুন আক্রান্তরা হলেন সদর উপজেলার ৩জন, অভয়নগর উপজেলার ৩জন, কেশবপুর উপজেলার ৩ জন, শার্শা ১ ঝিকরগাাছা ১ জন এবং চৌগাছায় ১জনের নতুন করে কোভিড-১৯ করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে৷