করোনায় আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বা রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাস (৮২)। এর আগে গত সপ্তাহে (৫ আগস্ট) বহুল আলোচিত বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মঞ্চে উপস্থিত ছিলেন গোপাল দাস। খবর এনডিটিভির।

করোনার ঝুঁকির মধ্যেও প্রধানমন্ত্রীর এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। সেদিন মঞ্চে মোদির পাশে উপস্থিত ছিলেন নৃত্য গোপাল দাস, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথসহ বেশ কয়েকজন ভিআইপি।

তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। সেই আদেশ দ্রুত পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলা কর্মকর্তা। তিনি জানিয়েছেন, গোপাল দাসের অবস্থা স্বাভাবিক রয়েছে।

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করে কট্টর হিন্দুত্ববাদীরা। সেই জায়গায় রাম মন্দির নির্মাণের পক্ষে গত বছর রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তারপর থেকেই অযোধ্যার ২.৭৭ একর জায়গা জুড়ে রাম মন্দির নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি সেই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি।