বেনাপোল ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ নারী আটক

ভারতে পাচার কালে ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭ টি স্বর্ণের বারসহ একজন নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বেনাপোলে শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিজিবি স্বর্ণের এ চালানটি উদ্ধারসহ বানেছা বেগম (৪৯) নামে এক নারীকে আটক করে।

আটককৃত বানেছা বেগম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের দুঃখু মিয়ার স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বেনাপোল ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল এর সাদীপুর সীমান্তর প্রাইমারী স্কুলের পাকা রাস্তার উপর থেকে বানেছাকে আটক করে। পরে তার কোমরে বিশেষ ভাবে বেল্ডে সেট করা ৫৭ পিছ স্বর্ণর বার উদ্ধার হয়। যার ওজন ৯ কেজি ২শ’ গ্রাম। মুল্য ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। আসামি বানেছাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বানেছার স্বামী দুঃখু মিয়া বলেন, আমার স্ত্রীকে বাড়ি থেকে বিজিবি স্বর্ণ ছাড়া ধরে নিয়ে গেছে। সে কোথায় স্বর্ণ পাবে। সে আমাদের নিজেদের একটি পালকি দোকান আছে সেখানে আমার সাথে কেনা বেচা করে।

৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়া বলেন, এই স্বর্ণ পাচারের সাথে আরও লোক জড়িত রয়েছে। আমরা তাদের তীক্ষ্ণ নজরদারিতে রেখেছি। যে কোন সময় তারাও আটক হবে।

ভারতে পাচারের উদ্দেশ্য আনা স্বর্ণের চালানটি গতকাল সন্ধ্যা ৭ টার দিকে উদ্ধার হলেও বিজিবি রাত প্রায় ১১ টার সময় সাংবাদিকদের ক্যাম্পে প্রবেশের অনুমতি দেয়। দীর্ঘ সময় পর কেন প্রবেশের অনুমতি দিল তা নিয়ে এলাকায় নানা ধরনের প্রশ্ন উঠেছে।