দোকানের চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি

jessore map

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের একটি মুদি দোকানে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৩১ আগস্ট) এই ঘটনায় তিনজনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিরা হলো, ডাকাতিয়া গ্রামের জামাল সরদারের ছেলে আল আমিন (২০), আবু সাঈদের ছেলে জনি (২১) এবং রেনু মিয়ার ছেলে বাবু (৪০)।

ওই গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে আসাদুল ইসলাম থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ২৮ আগস্ট রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকান খুলে দেখেন দোকানের জিনিসপত্র এলোমেলো। দোকান থেকে ৪ হাজার টাকার সিগারেট ও নগদ ৫ হাজার টাকা নেই। তিনি দেখতে পান দোকানের ওপরের টিনের ছাউনি কাটা।
পরে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসামি আল আমিন এক কার্টুন সিগারেট অপর আসামি বাবুর কাছে রেখে দেয়। ওই সূত্রে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আল আমিন ও জনি দুইজন রাতের আধাঁরে দোকানের টিনের ছাউনি কেটে ওই মালামাল চুরি করে। গত ৩০ আগস্ট রাতে তাদের ডেকে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করে। তারা চুরির ঘটনা স্বীকার করলে উত্তেজিত লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।