আগামী মাসেই দেশে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে দূরে রয়েছে বাংলাদেশ দল। ফুটবল ভক্তদের জন্য সুসংবাদ, আগামী মাসেই দেশে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেনের (বাফুফে) পক্ষ থেকে শনিবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কিছুদিন আগে ঘরের মাঠে খেলতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) কাছে প্রস্তাব পাঠিয়ে ছিল বাফুফে। নেপালের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অনুশীলনের জন্য নেপাল সরকারের কাছে অনুমতি চেয়েছে তারা।

এরই মধ্যে দুই দেশের ফুটবল সংস্থা একযোগে দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ শুরু করেছে। চলতি সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টাইন বিধি, আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন, ভেন্যুসহ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে বাফুফে ও এএনএফএ।

আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে বাফুফের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

চলতি বছরের জানুয়ারিতে সবশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৩ জানুয়ারি বুরুন্দির বিপক্ষে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।