ইসরাইল নিয়ে মন্তব্য করা ইরানি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

facebook

সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, ইরানের বেশ কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছেন। খবর আরব নিউজের।

ফেসবুকের দাবি, এ সব অ্যাকাউন্ট থেকে পাঠানো নানা কমেন্ট ইসরাইলের বিক্ষোভকে আরও উসকে দেয়া হচ্ছিল।

এ ধরণের কর্মকাণ্ড তাদের নীতিমালার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার ফেসবুকের মাসিক প্রতিবেদন প্রকাশ করার পর ইরানে অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি জানা যায়।

এতে উল্লেখ করা হয়, ইরাক ও ইসরাইলের বিক্ষোভ নিয়ে আরবি ও হিব্রু ভাষায় করা ইরানের ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, দুটি ফেসবুক এবং ৩০৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।