স্ত্রীর নির্যাতনের শিকার দেশের ৮০ শতাংশ পুরুষ

বাংলাদেশে বিবাহিত পুরুষদের মধ্যে ৮০ শতাংশ স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার। অনেকেই লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনতে চান না।

সম্প্রতি বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন তাদের এক গবেষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন প্রতিবছর ১৯ নভেম্বর বাংলাদেশে পুরুষ দিবস পালন করে। এ বছরেও এমন আয়োজন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ খাইরুল আলম জানান, নির্যাতিত পুরুষদের পরামর্শ ও আইনি সহযোগিতার জন্য এ সংগঠনটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিদিন যে ফোন আসছে তাতে আমরা দেখেছি, নীরবে চোখের জল ফেলছেন অনেক পুরুষ। লজ্জায় তারা নির্যাতনের কথা বলতে পারছেন না। কোনো নারী নির্যাতিত হলে তিনি তো বিচার চাইতে পারেন। অনেক সংগঠন তার পাশে দাঁড়ায়। নির্যাতিত পুরুষদের সহযোগিতার জন্য আমরা এ সংগঠনটি করেছি।’

তিনি নিজেও এমন নির্যাতনের শিকার দাবি করে খাইরুল আলম বলেন, ‘নির্যাতনের শিকার হয়ে আমি অনেক মানবাধিকার সংগঠনের কাছে গেছি। তারা কেউই নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়াতে রাজি হয়নি। অনেকটা বাধ্য হয়েই আমরা এই সংগঠন করেছি। এখন আমরা নির্যাতনের শিকার পুরুষকে আইনি লড়াইয়ে সহযোগিতা করছি। তাদের পরামর্শ দিচ্ছি। জাতীয় সংসদে পুরুষ নির্যাতনবিরোধী আইন করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছি। এই আইনের যৌক্তিকতা তুলে ধরে প্রচারণা চালাচ্ছি।’

গবেষণার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিদিন যে অভিযোগ আসে তার ভিত্তিতেই আমরা গবেষণাটি করেছি। তবে সমস্যা হলো, কেউই লিখিত অভিযোগ করতে চান না। ফলে আমাদের কাছে এ বিষয়ে কোনো দালিলিক প্রমাণ নেই।’