সিলেটে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

electricity

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটা আওয়াজ শুনে তারা দেখতে পান আগুনের শিখা। এর পরেই আগুন বৃদ্ধি পেতে থাকে। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ তারা জানাতে পারেননি।

আগুনে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে পাওয়ার গ্রিডটিতে অনেক দামি যন্ত্রাংশ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, বেলা ১১টার দিকে কুমারগাঁও পাওয়ার গ্রিডে এ আগুনের সূত্রপাত হয়।
কুমারগাঁও পাওয়ার গ্রিডের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্র।পিএম |