বেনাপোলে কাস্টমস হাউজে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন ( খুকাএভ) ।

সোমবার সকালে বেনাপোল কাস্টমস হাউজে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, যুগ্ম কমিশনার লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ্বাস এর সাথে অসদাচরন করেন। এ সময় তিনি ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিড়ে ফেলেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও এনবিআর থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

খুকাএভ এর সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান পায়েল বলেন, যুগ্ম কমিশনার লুৎফুল কবিররের অব্যাহতি সহ দৃষ্টান্তমুলক শাস্তি চাই। অন্যথায় সাময়িক কর্মবিরতি সহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।