বিজ্ঞানসম্মত শিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে : রণজিৎ রায় এমপি

যশোর ৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বিজ্ঞানসম্মত শিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রের সম্পদ। শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করেছে। শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে বছরের শুরুতে বিনামূল্যে বইসহ শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছে। করোনা ভাইরাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে অচিরেই ভালো কোন খবর জানতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে রণজিৎ রায় বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। যোগাযোগ ব্যবস্থার উপহার হিসেবে বর্তমানে বাঘারপাড়া রেল সেবার আওতায় এসেছে।

বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, প্রধান শিক্ষক অরুন কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন টুলু, সাহেব আলী, জিল্লুর সরদার, ইমান আলী বিশ্বাস, ওলিয়ার রহমান, তালাত মাহমুদ পলাশ প্রমুখ।