টেক্সাসে গির্জায় গুলিতে যাজক নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের গির্জায় বন্দুকধারীর গুলিতে এক যাজক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট চার্চে গোলাগুলির পর একজন সন্দেহভাজনকারীকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, গির্জার স্টোররুমে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পরে যাজক তাকে দেখে ফেলেন এবং তার দিকে বন্দুক তাক করেন। পরে ওই ব্যক্তি যাজককে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এতে যাজক নিহত হন।

গুলি করার পর গির্জার গাড়ি নিয়েই পালিয়ে যান ওই বন্দুকধারী। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ঘটনার আগের রাতে এক গোলাগুলিতে জড়িত ছিলেন।

স্থানীয় শেরিফের পক্ষ থেকে বলা হয়েছে, রাত আনুমানিক ৯ টা ২০ মিনিট নাগাদ চার্চে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ওই চার্চে যাজকের স্ত্রী এবং আরো দুই ব্যক্তি ছিলেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।