সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টিভি নাটকের নতুন মুখ অভিনেত্রী আশা চৌধুরী। সোমবার ম্যধরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনার মুখে পড়েন আশা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। তিনি জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে তার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা আছে।

ফেসবুকে আশার ছবি পোস্ট করে অভিনেতা আনিসুর রহমান মিলন লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছেন। তার মানে দু’দিন আগেই কাজ করেছি একসঙ্গে। আজ এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। তার আত্মার মাগফেরাত কামনা করি।’

নিহতের পরিবারের বরাত দিয়ে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরিও করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে, ওই তরুণী সড়ক ‍দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’