লাদাখ সীমান্তে চীনা সৈনিক আটকের দাবি ভারতের

লাদাখে ভারত-চীন সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ভারতীয় অংশে এক চীনা সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ভারত।

ভারতের এনডিটিভির খবরে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সৈন্যরা ওই চীনা সৈন্যকে আটক করে। পরে তাকে কাস্টডিতে নেয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির ওই সেনাকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আটক করা হয়েছে। কোনো অবস্থায় ওই সেনা লাইন অব অ্যাকচুয়ার কন্ট্রোল অতিক্রম করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে সৈন্য আটকের বিষয়ে চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, কয়েক মাস যাবত ইন্দো-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন সমরাস্ত্র মজুদ করছে। তেমনি ভারতও লাদাখ, সিকিমসহ ইন্দো-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন করছে। ফলে এলএসিতে উত্তেজনা কয়েকগুণ বেড়েছে।