যশোরের ইছালীতে নাবিল আহমেদ ও নীরার পক্ষে কম্বল বিতরণ

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পক্ষে ইছালী ইউনিয়নে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর, ডাঙ্গাবয়রা, জগী, জগমোহনপুর, রাকৃষ্ণপুর ও কামারগন্যা গ্রামে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম তাদের হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফি উদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাব, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকি খাতুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান ও নাজমুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাক আহম্মেদ, ছাত্রলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।