বাঘারপাড়ায় পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

jessore map

যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে সাত প্রার্থীরই মনোয়নয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সাধারণ কাউন্সিলর পদে ৩১ জনের মধ্যে চারজন ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে নয়জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। পেশাগত তথ্যে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন, ৩নং ওয়ার্ডের রেজায়ান হোসেন, ৬নং ওয়ার্ডের রিংকু হুসাইন ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত (নারী) কাউন্সিলর সীমা খাতুনের মনোনয়নপত্র।

এছাড়া ঠিকাদারি পেশার তথ্য গোপন করায় ৭নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাঘারপাড়া উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা অপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।