চলতি অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৩.৫১ শতাংশ

dollar

চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৬৯ বিলিয়ন ডলারে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩.৫১ শতাংশ বেশি।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২২.৬১ শতাংশ বেড়ে ১৭৮০.৫৫ মিলিয়ন ডলার হয়েছে। যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৪৫২.২০ মিলিয়ন ডলার।

তবে, জানুয়ারির তুলনায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কমেছে ৯.২৭ শতাংশ। জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৬২.২৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ায় রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কিছুটা কমেছে।

এদিকে, আজ দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৪.১২ বিলিয়ন ডলার।