আটালান্টাকে হারিয়ে সেরা আটে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় আটালান্টাকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোল ব্যবধানে এগিয়ে থেকে সেরা আটে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে ৩৪তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। সতীর্থের ব্যাকপাস পেয়ে মার্কো স্পোর্তিয়েল্লো সরাসরি তুলে দেন সামনে লুকা মদ্রিচের পায়ে। ক্রোয়াট এই মিডফিল্ডার দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁয়ে ফাঁকায় বেনজেমাকে খুঁজে নেন। আর ডান পায়ের নিচু শটে বল জালে পাঠান তিনি।

বিরতির পর খেলার গতি বাড়ায় সফররত রিয়াল মাদ্রিদ। এরই সুবাদে পেনাল্টি পায় তারা। ডি-বক্সে তাকে ফাউল করেন রাফায়েল তোলোই। সফল স্পট কিকে শেষ আটের পথ সুগম করেন রামোস।

ম্যাচের ৮৩তম মিনিটে রিয়ালের জাল অক্ষত রাখতে পারেননি কোর্তোয়া। দুর্দান্ত ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড মুরিয়েল। ফলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

কিন্তু পরেই মিনিটেই আবারো গোল খেয়ে বসে স্বাগতিক আটালান্টা। লুকাস ভাসকেসের পাস ধরে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান দুই মিনিট আগেই বদলি নামা আসেনসিও।

এ জয়ের সুবাদে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠতে পারল রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরে তারা আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায়। শেষ আর গত মৌসুমে একই পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে বিদায় নেয় জিদানের দল।