করোনা: ফ্রান্সে তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা, প্যারিসে লকডাউন

coronavirus

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। দেশটির রাজধানী প্যারিস এক মাসেরও বেশি সময়ের জন্য লকডাউনে যাচ্ছে।

বিবিসির খবর বলছে, ফ্রান্সের ১৫টি এলাকার দুই কোটি ১০ লাখ মানুষকে শুক্রবার মধ্যরাত থেকে এই বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।

এমন এক সময় এই তৃতীয় ঢেউ এসেছে, যখন ধীরগতির টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফরাসি সরকারকে।
শুক্রবার থেকে ফের অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করবে দেশটি। যদিও এরআগে রক্তজমাট বাঁধার খবরের পর ইউরোপের অনান্য দেশের সঙ্গে এই টিকা দেওয়া স্থগিত রেখেছিল তারা।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স আশ্বাস দিয়ে বলেছেন, এবারের লকডাউন আগেরবারের মতো খুব একটা কঠোর হবে না।

ইউরোপের এ দেশটিতে এখন ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশটি ৩৫ হাজারের বেশি নতুন রোগী পেয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন বিধিনিষেধের ফলে অতি জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও স্কুল খোলা থাকছে।

লোকজন বাইরে বের হলেও বাড়ির ১০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। যৌক্তিক কারণ ছাড়া কেউ দেশের এক অংশ থেকে অন্য অংশে ভ্রমণ করতে পারবে না।

বেশি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ির বাইরে যেতে হলে নির্দিষ্ট একটি ফর্মে ব্যাখ্যা দিতে হবে।

ফ্রান্সজুড়ে রাত্রিকালীন যে কারফিউ আছে তা বলবৎ থাকবে। দিনের আলো কাজে লাগাতে এখন থেকে কারফিউ আগের চেয়ে একঘণ্টা পরে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, রাজধানীর প্যারিসের অবস্থা বিশেষভাবে হতাশাজনক। সেখানে ১২ হাজার অধিবাসী নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। নভেম্বরে দ্বিতীয় ঢেউয়ের চূড়ান্ত সময়ের চেয়ে যা অনেক বেশি।