আগামী ৩০মে রফিকুলের বিরুদ্ধে প্রতিবেদন

আগামী ৩০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া।

এর আগে বৃহস্পতিবার রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন। গত বুধবার রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করে র‌্যাব।