১৪ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন বরুণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক প্রভাব পড়েছে সম্পূর্ণ ভারতে। ভয়ানক এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক বলিউড তারকা।

এরই ধারাবাহিকতায় এবার ‘মিশন অক্সিজেন ইন্ডিয়া’ উদ্যোগে সামিল হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ইতিমধ্যে ভারতের ১৪টি হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করে পাঠিয়েছেন বরুণ ধাওয়ান। এছাড়া অক্সিজেনের প্রয়োজনে একটি তহবিলও গঠন করেছেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টে এ প্রসঙ্গে বলিউড অভিনেতা লিখেছেন, “এই সময়ে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোচ্চ সহায়তা প্রয়োজন। আমরা জানি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। তাই আমি সারা দেশের হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও অনুদানের উদ্যোগে ‘মিশন অক্সিজেন ইন্ডিয়া’র পাশে দাঁড়াচ্ছি। এই উদ্যোগে ৩০ জনের একটি দল রয়েছে, যারা এই সময় দেশের জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এক সপ্তাহের মধ্যে ৩৯০০ অক্সিজেন কনসেনট্রেটর ব্যবস্থা এবং ২১ কোটিরও বেশি অর্থ সংগ্রহ করেছে। আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং প্রত্যেককে সম্ভাব্য সামর্থ্যতে সাহায্য করার অনুরোধ করছি।”