সৌরভের দাবি, মহামারীর মাঝে আইপিএল আয়োজন ভুল নয়!

করোনা মহামারীর মাঝে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিতের অনেক আগে থেকেই দেশ-বিদেশ থেকে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ভারত যখন করোনায় মৃত্যুপুরী, তখন কীভাবে আইপিএল উৎসব চালানো যায়, তা কেউ ভাবতে পারছিলেন না! শেষ পর্যন্ত ক্রিকেটাররা আক্রান্ত হওয়ায় বন্ধ হয় আইপিএল। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর দাবি, মহামারীর মাঝে আইপিএল আয়োজন ভুল ছিল না।

ভারতে টুর্নামেন্ট আয়োজন ভুল ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘না, ভুল ছিল না। আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আক্রান্তের সংখ্যা এখনকার কাছাকাছিও ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আমরা সফলভাবে করতে পেরেছিলাম। ফেব্রুয়ারিতে ভারতের কোভিড পরিস্থিতি তেমন কিছু ছিল না। গত তিন সপ্তাহে এই হার আকাশ ছুঁয়েছে, এর আগে কিছুই ছিল না। আরব আমিরাতে করা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের, পরে ভারতেই করার সিদ্ধান্ত নেই।’

আইপিএলের কথিত জৈব সুরক্ষা বলয়ে থেকে একের পর এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। এই জৈরব সুরক্ষা বলয়ে কোনো ফাঁক ছিল না বলেও দাবি সৌরভের, ‘আমার মনে হয় না এতে কোনো ফাঁক ছিল। আমরা যতদূর জানতে পেরেছি, সুরক্ষা-বলয় ভাঙার কোনো ঘটনা ঘটেনি। কীভাবে এতজন আক্রান্ত হলো, বলা কঠিন। পাশাপাশি, এই দেশে কীভাবে এত এত লোক আক্রান্ত হচ্ছে, সেটাও বলা কঠিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও অনেকের কোভিড শনাক্ত হয়েছে। সারা পৃথিবীতেই পেশাদাররা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না।’