যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
৩০ জুন বুধবার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার প্রায় ৪৫ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা রোগী ছিলেন। বাকি ৯ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৬৫ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। করোনায় জেলায় মোট মারা গেছে ১৪৫ জন ৷