২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় ২২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এক দিনে ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টার এতথ্য দিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

২২ জনের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত হয়ে আর ১০ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনায় ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শানাক্তের হার ২৭.৭৭ শতাংশ। এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তি আছে করোনা পজিটিভ নিয়ে ১৮৭ জন আর উপর্সগ নিয়ে ৯৩ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় সুস্থ হয়েছেন ১১৮ জন। জেলায় ধীরে ধীরে শনাক্ত কমলেও মৃত্যু কমছে না৷যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের প্রায় সকলেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীর বেশির ভাগের অক্সিজেন লেভেল ৫০ শতাংশের নিচে। তবে হাসপাতালে অক্সিজেনের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। শয্যা ফাঁকা না থাকায় বারান্দায় ঠাঁই হয়েছে অনেক রোগীর। বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর স্বজনদের।