কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আরো ১৮ জনের প্রাণহানি

coronavirus

করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ৯ জুলাই সকাল ৮টা থেকে আজ শনিবার ১০ জুলাই সকাল ৮টার মধ্যে মারা যান তিনি।

মৃতদের ১৫ জনের করোনা পজেটিভ ও তিনজনের করোনা উপসর্গ ছিল। এ নিয়ে গত ১০ দিনে কুষ্টিয়ায় করোনায় ১৪১ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া ২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আজ সকালে জানান, করোনা পজেটিভ নিয়ে এখন পর্যন্ত ১৯২ জন করোনা এবং ১০০ জন করোনা উপসর্গ নিয়ে মোট ২৯২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এর বাইরে জেলার পাঁচটি উপজেলা হাসপাতালে আরো ১০০ করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমূনা পরীক্ষা করে ১৭৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২৯.৮৮ শতাংশ।