কেশবপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা

যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত
হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে কঠোর
লকডাউনের সিদ্ধান্ত গ্রহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,

থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, ত্রিমোহিনী সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস ছামাদ, ত্রীমহিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস,

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ,

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ব্যাবসায়ী নাছির উদ্দীন আহম্মেদ, আব্দুল ওয়াদুদ, দুলাল সাহা, কার্ত্তিক রায়, আব্দুল আজিজ ছোট, জালাল মোল্যা প্রমুখ।

সভায় পৌর সভার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ ক

মিটি গঠন এবং ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কেশবপুরে শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩ জন সহ নতুন করোনা পজিটিভ ১৪ জন। তাছাড়া ভ্যান সহ ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।