করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ২৭৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এসব তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৬ জন। আগের দিন ছিলেন ২৮৮ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩০৭ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত ১০ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪১ জন