সমাজতন্ত্র ব্যর্থ কিউবাও ব্যর্থ রাষ্ট্র: বাইডেন

baiden

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে মন্তব্য করেছেন। তিনি একইসঙ্গে কমিউনিজম বা সমাজতন্ত্রকে একটি ব্যর্থ সিস্টেম বলে আখ্যায়িত করেছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং এর শাসকরা নাগরিকদের নির্যাতন করছে।

তিনি বলেন, কমিউনিজম একটি ব্যর্থ সিস্টেম- বৈশ্বিকভাবে এই সিস্টেম ব্যর্থ হয়েছে। আমি সমাজতন্ত্রকে খুব জরুরি বিকল্প মনে করি না। সম্প্রতি কিউবায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ হয়েছে।

দেশটিতে খুবই বিরল বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও রাশিয়ার আগ্রাসন ঠেকাতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জো বাইডেন এবং অ্যাঙ্গেলা মার্কেল।