বগুড়ায় করোনায় ঘন্টায় ১ জনের মৃত্যু 

coronavirus

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

২৪ জনের মধ্যে ছয়জন মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। বাকি ১৮ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ হিসেবে জেলাটিতে আক্রান্ত হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৩ জুলাই মোট ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ১২৬ জন শনাক্ত হন।

ঢাকায় পাঠানো ৪৯টি নমুনায় পজিটিভ পাওয়া গেছে আটজনের। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ৮৯৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।