তৃণমূলের নেতা হিসেবে সংসদে ঢুকলেন মমতা

momota

ভারতীয় সংসদের দুই কক্ষের কোনোটিরই সদস্য না হলেও সংবিধান মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তাদের সংসদীয় দলের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে পার্লামেন্টে নজির সৃষ্টি করলো দলটি।

জানা গেছে, এরই মধ্যে মমতাকে নেতা করার বিষয়টি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ১৯৯৮ সালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার সাংসদ না হয়েও কংগ্রেসের সংসদীয় দলের নেতা হয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হতে পারেননি।

অবশ্য তিনি এর আগে সাতবার লোকসভার সাংসদ ছিলেন। আর মুখ্যমন্ত্রী আছেন এ নিয়ে তিনবার। ভারতের সংবিধান অনুযায়ী মমতা বিধায়ক না হয়েও ছয় মাস মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন।

এই সময়ের মধ্যে তাকে একটি বিধানসভা আসন থেকে জয়ী হতে হবে।