কেশবপুরে লকডাউনে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে ১৬ হাজার ৭শ’ টাকা জরিমানা করা
হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়
কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের ব্যবসায়ী তানভীর আহমেদকে ১ হাজার, ইলিয়াস হোসেনকে
৫ হাজার, তাপস অধিকারীকে ৫ হাজার,
আমিনুর রহমানকে ৫ হাজার, হাসপাতাল রোডের সেলিম হোসেনকে ২শ’ ও পুরাতন গরুহাটের মান্নান হোসেন কে ৫শ’ টাকা দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, অভিযান অব্যহত আছে এবং চলবে।