বারবার বাথরুমে যাওয়ায় চাকরি হারালেন নারী

চাকরি জীবনে অনেকেই নানা কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। কিন্তু এবার বিশ্বের সব থেকে বড় ই-কমার্স সাইট আমাজনের কর্মীর সঙ্গে ঘটল আদ্ভুত ঘটনা।

শুধু বাথরুমে যাওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে এক নারী কর্মীকে।

বুধবার ২৫ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ রকম অদ্ভুত ঘটনা হয়তো আগে কেউ দেখেনি।

বাথরুমে যাওয়ার কারণে আমাজনের এক নারীকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এত বড় একটি ই-কমার্স কোম্পানিতে এমন ঘটনা অনেকটাই আশ্চার্যজনক।

তবে আগে থেকেই কর্মক্ষেত্রে কঠোরভাবে নিয়ম প্রয়োগ করার জন্য পরিচিত আমাজন। তাদের নিয়ম-কানুন অনেকটা কঠিন

আর এই কঠোর সিদ্ধান্ত নেয়াতেই জেফ বেজোস ও তার কোম্পানির সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ওই নারী কর্মচারী অনেকবার বাথরুমে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন

এবং এ কারণেই আমাজন তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। যদিও অন্যায়ভাবে তার চাকরি কেড়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন ওই নারী।

অভিযোগকারী নারী জানান, তিনি ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগে ভুগছিলেন। এ কারণে তাকে সারাদিন বেশ কয়েকবার বাথরুমে ছুটে যেতে হয়েছিল। যা কখনও কখনও দিনে ৬ বার হয়ে থাকে।

ওই নারী বারবার বাথরুমে যাওয়ার কারণটি আমাজন কর্মকর্তাদের বললেও তারা প্রথমে বিষয়টি বিশ্বাস করেনি। পরে তারা চিকিৎসার সার্টিফিকেট চেয়েছিল কিন্তু ওই নারী সেটি দিতে ব্যর্থ হন। এরপর তার চাকরি চয়ে যায়।