বঙ্গবন্ধুর আদর্শ মেনে সোনার বাংলার দিকে এগোচ্ছে বাংলাদেশ: এমপি নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন।

এই স্বাধীনতার জন্য তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। কিন্তু স্বাধীন বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজে হাত দিলে তাকে স্বপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। তবে বঙ্গবন্ধুর আদর্শ মরেনি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলার পথেই হাটছে বাংলাদেশ।

রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ এসব কথা বলেন।

শহরের ১ নম্বর ওয়ার্ডের খালধার রোডে অনুষ্ঠিত এই সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের ভিপি ওসমানুজ্জামান চৌধুরী সাকিবের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান,

পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, জাফর ইকবাল, বাপ্পি হাসান প্রমুখ।

এদিকে, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফির করা
হয়েছে। শনিবার বিকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব আরো বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস, যুবলীগ নেতা আবু সাঈদ, ইসরাইল কালু, সোলাইমান সুমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।