যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, র‌্যালিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি।

আজ সোমবার সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন।

যবিপ্রবির আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরণের মাধ্যমে।

এরপর বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে অত্যন্ত সীমিত পরিসরে সংক্ষিপ্ত র‌্যালির আয়োজন করা হয়। এ ছাড়া জনসচেনতা বৃদ্ধির জন্য বিভাগটির উদ্যোগে ব্যানারও টাঙানো হয়।