যশোরে অপহরণের অভিযোগে যুবক আটক

যশোরে বারান্দীপাড়ার ৬ষ্ট শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোহাম্মদ শান্ত বারান্দীপাড়া কদমতলার মিজানের ছেলে।

এরআগে এ ঘটনায় ভিকটিমের মা কোতোয়ালি থানায় শান্ত ও তার বাবা মিজানের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করেন, শান্ত বাদীর মেয়েকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখায় ও কুপ্রস্তাব দেয়। এতে করে ভিকটিম রাজী না হওয়ায় গত ৩ সেপ্টেম্বর আসামিরা সহ অজ্ঞাতরা পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায়।

বারান্দীপাড়া ঢাকা রোডের কাছ থেকে বাদী দেখে ফেলে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে আসামিরা চাকুর ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

মামলার পর রোববার ভোরে পুলিশ উপশহর সারথির মিল এলাকা থেকে আসামিকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে। পরে রোববার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, আদালতে ভিকটিম জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, গত কুরবানীর ইদের পর শান্তর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। ৩ সেপ্টেম্বর সে শান্তর সাথে ঘুরতে যায়।

পরে শান্ত তাকে মামার বাড়িতে নিয়ে যায়। পরে তার মা পুলিশ তাদেরকে ধরে আনে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামিকে কারাগারে ও ভিকটিমকে বাবা মায়ের জিম্মায় প্রদানের আদেশ দেন।