গাজা উপত্যকায় ফের ইসরাইলি বিমান হামলা

ইহুদিবাদী ইসরাইল গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর এই হামলা চালানো হয়।

এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরাইলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর কয়েক মিনিট পর লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় যে, হামলা বন্ধ হয় নি, এখনো বিমানগুলো ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে, গতরাতের বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়।

এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।