কেশবপুরে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

যশোরের কেশবপুরে খেলাঘর আসর কেশবপুর শাখার উদ্যোগে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু
বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

কমরেড নিজামউদ্দীন ছিলেন খেলা ঘর আসর কেশবপুর শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রণী সৈনিক তৎকালীন পানি সরাও মানুষ বাচাঁও আন্দোলনের মহানায়ক।

মাদারডাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান।

মঙ্গলবার কেশবপুর উপজেলা সংলগ্ন সমাধান হলরুমে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু প্রবীর দত্ত এর সভাপতিত্বে ও সামাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

কমরেড নিজামউদ্দীন এর সৃতিচারণ করেন, খেলা ঘর আসর কেশবপুর শাখার সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, কবিশেখর খেলাঘর আসরের সভাপতি পার্থসারথী সরকার, সূর্য তরুণ খেলা আসরের সভাপতি আমিনুর রহমান, খেলাঘর আসর কেশবপুর শাখার উপদেষ্ঠা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য ডাক্তার উওম রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা কৃষি অফিসার বাবু ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ শিক্ষক, কবি, লেখক, সাংবাদিক, সুধীজনসহ উপজেলার বিভিন্ন খেলা ঘর আসরের সভাপতি ও সম্পাদক মন্ডলী। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়।