কাবুলে নারী অধিকার বিক্ষোভে তালেবানের গুলি

নারীদের অধিকার দাবি এবং তালেবান শাসনের নিন্দা জানাতে শত শত বিক্ষোভকারী নেমে আসে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে তালেবানরা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা সেই মিছিলে পাকিস্তানবিরোধী স্লোগান দিতে থাকে। কারণ অনেকের মতে প্রতিবেশী দেশ পাকিস্তান মদতেই ক্ষমতায় এসেছে তালেবান।

কিন্তু বরাবরই একথা অস্বীকার করে আসছে পাকিস্তান। বিবিসিকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায় তালেবান যোদ্ধারা উপরের দিকে ফাঁকা গুলি ছুঁড়ছে।

গত সপ্তাহে বিমানে অগ্নিকাণ্ডে ঘটনায় বেশ কয়েকজন নিহত হয় তারপর থেকেই সবরকমের সহিংসতা বা গুলি ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল দেশটিতে।

এছাড়াও দেশটির স্থানীয় গণমাধ্যম টলো নিউজ এজেন্সি জানিয়েছে, এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমাবেশের ছবি তোলা থেকেও বাঁধা দেয়া হয়।

তাদের ক্যামেরাম্যানসহ আরও কিছু দেশি-বিদেশি গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তার করা হয়। আফগানিস্তানের মহিলারা গত এক সপ্তাহ ধরে তাদের অধিকারের জন্য প্রতিবাদ করছেন।

কিন্তু সবশেষে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সম অধিকার ও নিরাপত্তার জন্য পুরুষরাও তাদের আহ্বানে যোগ দেয়।